আরবিসি ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে একটি দোতলা ভবনে আজ শনিবার ভোরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ সাতজন নিহত হয়েছেন। ভারতের পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত ৯ জনকে উদ্ধার করা হয়েছে এবং এদের মধ্যে পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ইন্দোরের স্বর্ণবাগ কলোনির দোতলা ভবনটির বেসমেন্টের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ ভোরের আগে আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয়। ভবনটির বেসমেন্টে দুটি গাড়ি পার্ক করা ছিল। আগুনে দুটি গাড়িই ভস্মীভূত হয় এবং পুরো ভবনে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, তিন ঘণ্টার প্রচেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন
আরবিসি/০৭ মে/ রোজি