আরবিসি ডেস্ক : যুক্তরাজ্যের লন্ডনে রেডব্রিজ কাউন্সিল নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভূত ৬ নারী প্রার্থী বিজয়ী হয়েছেন। তারা হলেন সৈয়দা সায়মা আহমেদ, সাঈদা চৌধুরী, জ্যোৎস্না ইসলাম, পুষ্পিতা গুপ্তা, লুৎফা রহমান ও তাইফুর রশীদ। খবর অনলাইনের।
ছয় বিজয়ীর মধ্যে সাঈদা চৌধুরী ও লুৎফা রহমান প্রথমবারের মতো বিজয়ী হয়েছেন। বাকি ৪ জন দ্বিতীয় মেয়াদে কাউন্সিলর বিজয়ী হলেন। লন্ডনের টাওয়ার হ্যামলেটস থেকে অন্তত পাঁচ জন বাংলাদেশে জন্ম নেয়া নারী কাউন্সিলর হতে পারেন। বৃহস্পতিবার রাত ১০টায় ভোটগ্রহণ শেষ হলেও অন্যান্য কাউন্সিলের ফল পাওয়া যায়নি।
পূর্ব লন্ডনে ইতিহাস গড়লেন লুৎফুর রহমান ॥ লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত বারা টাওয়ার হ্যামলেটসে তৃতীয়বারের মতো বিশাল ব্যবধানে জয়ী হয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশে জন্ম নেয়া লুৎফুর রহমান। শুক্রবার লন্ডনের স্থানীয় সময় বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। প্রাপ্ত ফলে দেখা গেছে ৪০,৮০৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন লুৎফুর। যমোট প্রদত্ত ভোটের ৫৪ দশমিক ৯ শতাংশ। নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির জন বিগস পেয়েছেন ৩৩,৪৮৭ ভোট।
এবার বাংলাদেশী কমিউনিটির একটি অংশ লুৎফুর রহমানের বিরোধিতায় সরাসরি মাঠে নামেন। টাওয়ার হ্যামলেটসের দুই লেবার দলীয় বাংলাদেশী বংশোদ্ভূত এমপি রোশনারা আলী ও আফসানা বেগমও লেবার পার্টির প্রার্থী বর্তমান মেয়র জন বিগসের পক্ষে ব্যাপক প্রচার চালান।
আরবিসি/০৭ মে/ রোজি