• সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন

উত্তরের মহাসড়কে কমেছে গাড়ির চাপ

Reporter Name / ১২৮ Time View
Update : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

আরবিসি ডেস্ক : উত্তরের মহাসড়কে কমতে শুরু করেছে গাড়ির চাপ। ফলে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কসহ জেলার সকল রুটে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
কোথাও কোথাও গাড়ির লম্বা লাইন দেখা গেলেও যানজট বা ধীরগতি নেই।

শনিবার (৩০ এপ্রিল) ভোর থেকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে গাড়ির চাপ কমতে থাকে। সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের মুলিবাড়ী, কড্ডার মোড়, ঝাঐল ওভার ব্রিজ এলাকাতে গাড়ির দীর্ঘ লাইন দেখা গেলেও যানজট বা ধীরগতি নেই। মহাসড়কের অন্য রুটগুলোতে যান চলাচাল একদম স্বাভাবিক রয়েছে।

এর আগে শুক্রবার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সকল মহাসড়কে কখনো ধীরগতি আবার কখনো থেমে থেমে যানজট ছিল। রাতে অত্যাধিক গাড়ির চাপ থাকলেও দীর্ঘস্থায়ী কোনো যানজট ছিল না।

জেলা ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) সালেকুজ্জামান সালেক বলেন, শুক্রবার দিনভর যানবাহনের চাপ ছিল। শনিবার ভোররাত থেকে চাপ অনেকটা কমতে শুরু করেছে। কিছু কিছু অঞ্চলে এক লেনের কারণে গাড়ির দীর্ঘ লাইন রয়েছে। তবে কোথাও কোনো যানজট নেই। মহাসড়ক পুরোপুরি স্বাভাবিক করতে মাঠে রয়েছে পুলিশ।

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের পরিদর্শক লুৎফর রহমান জানান, গত দুদিনের তুলনায় গাড়ির চাপ কমেছে। নলকা সেতুর পশ্চিম পার থেকে মহাসড়কের অন্য রুটগুলো ফাঁকা হতে শুরু করেছে।

এদিকে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বাংলানিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় ৪২ হজার ১৯৯ টি যানবাহন সেতুর ওপর দিয়ে পার হয়েছে।

আরবিসি/৩০ এপ্রিল/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category