আরবিসি ডেস্ক : খুলনার রূপসা উপজেলায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে চিত্তরঞ্জন বালা নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার দুপুরে এই উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।
চিত্তরঞ্জন বালা (৬৫) ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামের মধ্যপাড়ার মৃত নীরধ বালার ছেলে। ঘাতক সমির বালা (৪০) চিত্তরঞ্জন বালার চাচাতো ভাই।
ওসি মোশাররফ হোসেন জানান, শনিবার দুপুরে চিত্তরঞ্জন বালার সঙ্গে পৈত্রিক সম্পত্তির সীমানা নির্ধারণ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সমির বালা তার হাতে থাকা লাঠি দিয়ে চিত্তরঞ্জন বালাকে আঘাত করে জখম করেন। আঘাতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিক তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয়দের জানান, চিত্তরঞ্জন বালা শারীরিকভাবে অসুস্থ ছিলেন। আগে থেকেই মস্তিষ্কে রক্তক্ষণজনিত (স্ট্রোক) রোগে ভুগছিলেন তিনি।
ওসি আরও জানান, জমি- জমা সংক্রান্ত বিরোধের জেরে চিত্তরঞ্জন বালা নিহত হয়েছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। ঘাতক সমির বালাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
আরবিসি/২৪ এপ্রিল/ রোজি