• সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন

সরকারি অফিস দখল করে সংসার পেতেছেন প্রকৌশলী!

Reporter Name / ১৪৯ Time View
Update : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

আরবিসি ডেস্ক : বরগুনার বেতাগী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ভবনের বিশ্রামাগার দখল করে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছেন উপসহকারী প্রকৌশলী মো. মেহেদী হাসান। এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে।

সরেজমিনে জনস্বাস্থ্য প্রকৌশল ভবনে গিয়ে দেখা যায়, ভবনের একটি বিশ্রামাগার কক্ষ রয়েছে। আর ওই কক্ষেই সংসার পেতেছেন উপসহকারী প্রকৌশলী মো. মেহেদী হাসান।

জানা যায়, কয়েক মাস ধরেই পরিবার নিয়ে সেখানে বসবাস করছেন তিনি। অথচ তিনি চাইলেই জনস্বাস্থ্য প্রকৌশল ভবনের আশপাশেই বাসা ভাড়া নিতে পারেন। এখানে তাঁর কক্ষে রয়েছে একটি খাট, আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র। পৌর শহরের স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘একজন কর্মকর্তা সরকারি অফিস দখল করে সংসারের সকলকে নিয়ে বসবাস করা ঠিক নয়। ‘

বেতাগী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. মেহেদী হাসান এ বিষয়ে বলেন, ‘জেলা নির্বাহী প্রকৌশলীর অনুমতি নিয়েই বসবাস করছি। আমি অনিয়ম কিছু করিনি। ‘ বরগুনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. রাইসুল ইসলাম বলেন, ‘এর মধ্যে আমি জানতে পেরেছি তিনি মাঝেমধ্যে সেখানে থাকেন। নিয়মিতভাবে বিশ্রামাগার দখল করে পরিবার নিয়ে বসবাস করার সুযোগ নেই। ‘

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন জানান, ‘সরকারি কোনো কর্মকর্তাই নিজের ইচ্ছামতো অফিস পরিচালনা করতে পারবে না। তাঁকে নিয়মানুসারে চলতে হবে। বিষয়টি আমি দেখছি। দ্রুত সমাধানের ব্যবস্থা নিচ্ছি। ‘

আরবিসি/২৪ এপ্রিল/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category