• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৫৯ অপরাহ্ন
শীর্ষ সংবাদ
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক পাকিস্তানি চিনি, আলুসহ শিল্পের কাঁচামাল নিয়ে এলো সেই জাহাজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন রাজশাহীর চারঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫ সার সঙ্কটে রাজশাহীতে ব্যাহত হচ্ছে আলুচাষ, দামও অতিরিক্ত রাজশাহীতে ফের বাস ও সিএনজি চালকের সংঘর্ষ, দুই পক্ষের মীমাংসা স্থগিত কিডনি রোগীর চিকিৎসা আর আইফোন কিনতে ডাকাতির চেষ্টা: পুলিশ তনুর গ্রাফিতিতে পোস্টার সাঁটানো নিয়ে যা বললেন মেহজাবীন স্বৈরাচারের পতন হলেও এখনো গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠিত হয়নি: নজরুল টিউলিপের বিরুদ্ধে ৪০০ কোটি পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগ

ঈদ সামনে, বাড়ছে নিত্যপণ্যের দাম

Reporter Name / ৩৮৯ Time View
Update : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

আরবিসি ডেস্ক : রোজার পর এবার ঈদের আগে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম। মাসের ব্যবধানে ১০ টাকা বেড়েছে প্যাকেটজাত পোলাউয়ের চালে। রমজানের শুরুতে কেজিপ্রতি ১৩০ টাকা বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। আর ভালোমানের খোলা পোলাউয়ের চাল বিক্রি হচ্ছে ১১০ টাকা।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

বেড়েছে সেমাইয়ের দামও। ১০ টাকা বেড়ে ২০০ গ্রাম প্যাকেটের বনফুল ও কুলসুম সেমাই বিক্রি হচ্ছে ৪০ টাকা।

এদিকে, বেশ কিছুটা বেড়েছে সবজির দাম। কেজিপ্রতি বেগুন বিক্রি হচ্ছে প্রায় ৮০ টাকা আর কাঁচামরিচ ১২০ থেকে ১৪০ টাকা। প্রতি আলু বিক্রি হচ্ছে ২০ টাকা।

এ ছাড়া ৪০ টাকা কেজি টমেটো, পেঁপে, শালগম, মুলা, গাজর ও মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে। এ ছাড়া শসা ১৫ টাকা কেজি, ৫০ টাকা কেজি শিম বিক্রি হচ্ছে।

অন্যদিকে, ৬০ টাকা কেজি চিচিঙ্গা, পটল, ঢেঁড়স, কচুর লতি, বটবটি ও ধুনধুল বিক্রি হচ্ছে। মটরশুটি ১২০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

প্রতি পিস চাল কুমড়া ৪০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

পেঁয়াজের দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি দেশি পেঁয়াজ ২৫-৩৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।

চায়না রসুন ১০০ থেকে ১২০ টাকা কেজি, দেশি রসুন ৫০ টাকা কেজি, দেশি আদা ৮০ টাকা কেজি এবং চায়না আদা ৮০-১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

ভোজ্যতেলের প্রতি লিটার ১৭০ টাকা, চিনি প্রতি কেজি ৮০-৮৫ টাকায়, প্যাকেট চিনি প্রতি কেজি ৮৫-৯০ টাকায় বিক্রি হচ্ছে।

এ সপ্তাহে দেশি মুশুরের ডালের দাম প্রতি কেজিতে ১০ টাকা বেড়ে হয়েছে ১৩০ টাকা।

তবে ডিমের দাম কমেছে। প্রতি ডজন লাল ডিম ১০০ টাকা, ডজন প্রতি হাঁসের ডিম ১৫০-১৫৫ টাকায় এবং প্রতি ডজন দেশি মুরগির ডিম ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে, ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি ৫-১০ টাকা বেড়ে হয়েছে ১৬৫-১৭০ টাকা। সোনালি মুরগি প্রতি কেজি ২৮০ টাকা, লেয়ার মুরগি কেজি প্রতি ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি গরুর মাংস ৬৫০-৬৮০ টাকা এবং খাসির মাংস প্রতি কেজি ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।

আরবিসি/২৩ এপ্রিল/মানিক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category