আরবিসি ডেস্ক : একজন কোভিড আক্রান্ত রোগী দীর্ঘ ১৬ মাস পর্যন্তও পজিটিভ থাকতে পারেন! এমন নজিরই পেয়েছেন যুক্তরাজ্যের চিকিৎসকরা। তারা একজন রোগীর দেহে ১৬ মাস বা ৫০৫ দিন ধরে করোনার উপস্থিতি শনাক্ত করেছেন।
শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
নাম প্রকাশ না করা ওই রোগীর অন্যান্য শারীরিক অসুস্থতা ছিল বলে জানানো হয়েছে। তিনি ২০২১ সালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ২০২০ সালের শুরুতে ওই রোগী করোনা পজিটিভ হন।
সংক্রমণের এমন স্থায়িত্ব বিরল বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, দীর্ঘমেয়াদী সংক্রমণ বিরল হলেও গুরুত্বপূর্ণ। কারণ তারা হয়তো করোনাভাইরাসের নতুন ধরনের জন্ম দিতে পারে। করোনার ঝুঁকি নিয়ে জানা-শোনার পরিধি বাড়াতে এ ধরনের দীর্ঘমেয়াদী সংক্রমণের ওপর গবেষণা দরকার বলেও মনে করেন বিশেষজ্ঞরা।
কিংস কলেজ লন্ডন এবং গাই’স অ্যান্ড সেইন্ট থমাস’ এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের চিকিৎসকরা জানিয়েছেন, বিশ্লেষণে দেখা গেছে, এটা বার বার আক্রান্ত হওয়ার ঘটনা নয়। এটা দীর্ঘস্থায়ী সংক্রমণ।
লন্ডনের চিকিৎসক ড. লুক ব্ল্যাগডন স্নেল বিবিসিকে বলেন, গলা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষায় প্রতিবারই পজিটিভ এসেছে। ওই রোগীর একবারও নেগেটিভ আসেনি। এটা একবার সংক্রমণের পর একটানা ছিল।
আরবিসি/২৩ এপ্রিল/মানিক