• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১ পূর্বাহ্ন

লালমনিরহাটে সাংবাদিকের ওপর জুয়াড়িদের হামলা

Reporter Name / ১৫০ Time View
Update : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

আরবিসি ডেস্ক : লালমনিরহাটে জুয়ার সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিকের ওপর হামলা করেছে জুয়াড়িরা। হামলার শিকার সাংবাদিককে গুরুতর আহত অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।বুধবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে মহেন্দ্রনগর ইউনিয়নের ভোলারচওড়ার গ্রামের বাড়ি ফেরার পথে ইন্দারপার বাজার নামক স্থানে পৌঁছালে এ হামলায় আহত হন ওই সাংবাদিক।

জানা যায়, ১০ এপ্রিল লালমনিরহাট সদর উপজেলার ভোলারচওড়া এলাকায় ‘প্রকাশ্যে জুয়া চলছে’ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এমন একটি ফেসবুক স্ট্যাটাস দেয় দৈনিক দাবানল পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি রাসেল ইসলাম। পরে উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের দুই ইউপি সদস্যের মধ্যে জুয়ার টাকা ভাগাভাগি শিরোনামে আরও একটি সংবাদ প্রকাশ করেন তিনি। এরপর থেকেই জুয়ায় নেতৃত্ব দেওয়া ভোলারচওড়া এলাকা আজাহার আলীর ছেলে মশিউর রহমান (৩০) এবং একই এলাকার সুলতান আলীর ছেলে রফিকুল (৩৫) সাংবাদিক রাসেলকে সরাসরি এবং শফিকুল ইসলাম ফোনে প্রাণনাশের হুমকি দেয়।

এরই জের ধরে সাংবাদিক রাসেলের ওপর মশিউর, রফিকুল, শফিকুলসহ কয়েকজন অতর্কিত হামলা করে। এতে রাসেল ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। আহত সাংবাদিক রাসেলকে ইন্দারপাড় বাজারে থাকা লোকজন উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়।

এ সময় সাংবাদিকের সঙ্গে থাকা ১টি ক্যামেরা, ৮ জিবি মেমোরি কার্ড, নগদ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। বর্তমানে রাসেল লালমনিরহাট সদর হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছে।

এ ঘটনায় লালমনিরহাটে কর্মরত সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরবিসি/২১ এপ্রিল/মানিক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category