আরবিসি ডেস্ক : দাউ দাউ করে জ্বলছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অ্যারিজোনা অঙ্গরাজ্যে। ভয়াবহ দাবানলে পুড়ে চলেছে একের পর এক অঞ্চল। আবাসিক এলাকাতেও আগুন ছড়িয়ে পড়েছে।
বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত ছয় হাজার একর এলাকা আগুনে পুড়ে গেছে। দুই হাজারের বেশি বাসিন্দা অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছে।
এরই মধ্যে বেশ কয়েকটি আবাসিক ভবন ও বিভিন্ন স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে দিনে দুই শতাধিক দমকলকর্মী কাজ করছেন। তবে শুষ্ক আবহাওয়া ও বাতাসের তীব্রতার কারণে আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
কীভাবে দাবানলের সূত্রপাত হয়েছে তা তদন্তে কাজ শুরু করেছে অ্যারিজোনার নিরাপত্তা বাহিনী। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যান্য অঙ্গরাজ্যের মতো অ্যারিজোনাতেও আগুনের মৌসুমের আগেই দাবানল শুরু হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। শুষ্ক বনাঞ্চল, পাইনগাছের কারণে দাবানল আরও ভয়াবহ রূপ নিচ্ছে বলেও ধারণা তাদের।
আরবিসি/২১ এপ্রিল/ রোজি