আরবিসি ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের ব্যর্থতার পর এবার এফএ কাপের লড়াইয়ে নামছে চেলসি। রোববার সেমিফাইনালে ব্লুদের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস। ইউসিএলের হতাশা ভুলে, এফএ কাপের ফাইনালে ওঠার লক্ষ্য চেলসির। অন্যদিকে, জায়ান্টদের হারিয়ে অঘটনের স্বপ্ন দেখছে ক্রিস্টাল প্যালেস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়।
কি দুর্দান্ত একটা সময় পার করেছিল চেলসি! ২০২০-২১ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছিল লন্ডনের জায়ান্টরা। কিন্তু একই দল নিয়ে এবার ঠিক যেন হিসাব মেলাতে পারছেন না কোচ থমাস টুখেল।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে চেলসিকে বিদায় করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগে ৩-০ গোলে এগিয়ে থেকেও সেমিতে উঠতে পারেনি তারা। ইপিএলেও নেই শিরোপার আশা। এফএ কাপের মঞ্চটা তাই ব্লুদের জন্য মহাগুরুত্বপূর্ণ।
থমাস টুখেল বলেন, খেলোয়াড়রা সবাই চ্যাম্পিয়ন্স লিগের ফলাফল নিয়ে হতাশ। যদিও এ নিয়ে খুব একটা কথা বলিনি আমরা। এফএ কাপের ম্যাচের আগে ট্রেনিং আছে। ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুত হতে চাই।
মানসিক প্রস্তুতিই হয়তো বেশি দরকার টুখেল বাহিনীর। এফএ কাপে টানা দুইবারের রানার্সআপ চেলসি। এবার আর শিরোপার কাছে গিয়ে স্বপ্নভঙ্গ চায় না তারা।
টিম কম্বিনেশন নিয়েও পুরোপুরি স্বস্তিতে নেই চেলসি। চিলওয়েল ও হাডসন ওডোইয়ের অনুপস্থিতিতে লেফট ব্যাক আর উইং নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। চোট আছে স্ট্রাইকার লুকাকুরও। তবে, করোনামুক্ত হয়ে ফিরেছেন অ্যাজপিলিকুয়েতা। লফটাস চিকের পরিবর্তে শুরুর একাদশেই দেখা যেতে পারে তাকে।
এফএ কাপে চেলসির নবম শিরোপার পথে সেমির মঞ্চে বাধা হয়ে দাঁড়াতে প্রস্তুত ক্রিস্টাল প্যালেস। ইপিএলে সবশেষ দেখায় তাদের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছিল ব্লুরা। জায়ান্টদের রুখে দেওয়ার সূত্র নাকি জানা আছে ইগলদের।
ক্রিস্টাল প্যালেসের কোচ প্যাট্রিক ভিয়েইরা বলেন, ক্লাবের জন্য এটা বিশেষ এক মুহূর্ত। ফাইনালে ওঠার সুযোগ রয়েছে আমাদের। সর্বোচ্চ চেষ্টা করতে হবে। চেলসি কতোটা শক্তিশালী প্রতিপক্ষ, তা সবার জানা। তবে, আমরা ওদের সহজে জিততে দেব না।
এর আগে এফএ কাপে ৬০ বার মুখোমুখি হয়েছে দ’দল। যার মধ্যে ৩৩ বার জিতেছে চেলসি। আর ১২ বার ক্রিস্টাল।
আরবিসি/১৭ এপ্রিল/মানিক