আরবিসি ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে আসামিপক্ষের হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
শুক্রবার দুপুরে গোবিন্দগঞ্জ থানার কামদিয়া ইউনিয়নের পুইয়াগাড়ী গ্রামের ৩টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জাকারিয়া হোসেন জাকিরকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করতে গেলে আসামি জাকির হোসেন সংঘবদ্ধ হয়ে ২৫-৩০ জন নারী-পুরুষের দল পুলিশকে সরকারি কাজে বাধা দেয়। পুলিশের হাত থেকে ওয়ারেন্টনামা কেড়ে নেয় এবং পুলিশের ওপর হামলা করে।
এতে আহত হন ৩ পুলিশ সদস্য। আহতরা হলেন- এসআই জিয়াউর রহমান, এএসআই সোহেল রানা ও কনস্টেবল সোহাগ মিলন। আহত পুলিশ সদস্যরা গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
গোবিন্দগঞ্জ থানার বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জিয়াউর রহমান বাদী হয়ে ১৫ এপ্রিল বিকেলে অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করেন আসামি জাকির পুলিশের ওপর হামলার নির্দেশ দিয়ে পালিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার বৈরাগীরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মিলন চ্যাটার্জীর বলেন, খবর পেয়ে এসআই সাইদুর রহমানসহ পুলিশের পিকআপ নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালিয়ে যায়। পরে শনিবার (১৬ এপ্রিল) ৬ আসামিকে গ্রেফতার করা হয় এবং জড়িতের গ্রেফতারের চেষ্টা চলমান আছে।
আরবিসি/১৭ এপ্রিল/মানিক