আরবিসি ডেস্ক : বন্ধুকে নিয়ে ঘুরতে বেরিয়ে ইউনুস নুর রবিন (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পটিয়ার শান্তিরহাটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রবিনের মোটরসাইকেলে ট্রাক ধাক্কা দিলে মারা যান তিনি। এ সময় মোটরসাইকেলে থাকা তাঁর বন্ধু তারেক (৩১) আহত হন।
গতকাল শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আহত তারেক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের পরিদর্শক মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রবিন চট্টগ্রামের পাথরঘাটা এলাকায় নজুমিয়া লেইনের মোহাম্মদ আনিসের ছেলে বলে জানা গেছে।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের পরিদর্শক মোজাফফর হোসেন জানান, রবিন ও তারেক মোটরসাইকেলে করে পটিয়ার উদ্দেশ্য চট্টগ্রাম শহর থেকে রওনা দেন। রাত দেড়টার দিকে শান্তির হাট এলাকায় কক্সবাজারগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সড়ক থেকে ছিটকে পড়েন। তাঁদেরকে পথচারীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।
মোজাফফর হোসেন বলেন, ‘রাত তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক রবিনকে মৃত ঘোষণা করেন। তারেক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।’
আরবিসি/১৬ এপ্রিল/মানিক