আরবিসি ডেস্ক : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে এক নারী ও তার দুই সন্তান নিহত হয়েছেন। এছাড়া শাল্লায় বজ্রপাতে মারা গেছে আরও দুইজন। এছাড়া হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছে।
কালবৈশাখী ঝড়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে গাছচাপায় মা ও দুই শিশু সন্তানের মৃত্যু হয়েছে। ভোরে পাটলি ইউনিয়নের সোলেমানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোররাতে ঝড় শুরু হলে সোলেমানপুরে গাছ ভেঙে একটি টিনের চালার বাড়ির উপর পড়ে। গাছের নিচে চাপা পড়েন ঘুমিয়ে থাকা মৌসুমা বেগম এবং তার মেয়ে মাহিমা আক্তার ও ছেলে মোহাম্মদ হোসাইন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এছাড়া শাল্লায় বজ্রপাতে মারা গেছে আরো দুইজন।
এদিকে, সকালে হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওরে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মারা যায় হোসাইন নামের এক স্কুল ছাত্র। একই সময়ে বাড়ির আঙ্গিনায় বজ্রপাতে মারা যান ঝুমা বেগম নামে এক স্কুলছাত্রী।
অন্যদিকে, হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা যান কৃষক আলমগীর মিয়া।
আরবিসি/১৪ এপ্রিল/ রোজি