আরবিসি ডেস্ক : সুনামগঞ্জের জগন্নাথপুরে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় দুই শিশুসহ মায়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার পাটলি ইউনিয়নের সোলেমানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাহিমা আক্তার (৩৫) তার মেয়ে মৌসুমি বেগম (৪) এবং ছেলে মো. হোসেন (১)। এ সময় মহিমা আক্তারের স্বামী মোহাম্মদ হোসেন (৪০) আহত হন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শশাঙ্ক পাল বলেন, কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে ঘরে পড়ে। সেই ঘরে ঘুমিয়ে থাকা দুই শিশুসহ তাদের মা চাপা পড়ে মারা যান। এ ছাড়া তাদের বাবাও আহত হয়েছেন।
আরবিসি/১৪ এপ্রিল/মানিক