আরবিসি ডেস্ক : গ্রীষ্ম না আসতেই তীব্র দাবদাহে পুড়ছে ভারতের রাজধানী নয়াদিল্লিসহ গোটা উত্তর-পশ্চিমাঞ্চল। ৭২ বছরের মধ্যে এপ্রিলের প্রথমার্ধে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা ছাড়িয়ে গেছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
তীব্র দাবদাহের মধ্যে একটু শীতল হওয়ার আশায় সুযোগ পেলেই অনেকে বিশ্রাম নিচ্ছেন গাছতলায়। ভিড় করছেন ফলমূল ও জুসের দোকানে। দেশটির আবহাওয়া বিভাগ বলছে, সোমবার ভারতের রাজধানীর তাপমাত্রা ছাড়িয়ে গেছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার তুলনায় যা প্রায় ৮ গুণ বেশি।
তাপমাত্রা বেড়ে যাওয়ায় তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন নগরবাসী। শুধু রাজধানী নয়াদিল্লি নয়, ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলও ভুগছে তীব্র দাবদাহে। রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশের অবস্থা সবচেয়ে ভয়াবহ। প্রচণ্ড গরমে ব্যাহত হচ্ছে সেখানকার স্বাভাবিক কার্যক্রম। দাবদাহ থেকে বাঁচতে কোথাও কোথাও অফিসের সময়সীমা পরিবর্তন করে সকাল ও সন্ধ্যা করা হয়েছে। তবে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।
একজন শ্রমিক বললেন, এখনই এতো গরম। আমাদের মতো যারা উন্মুক্ত পরিবেশে কাজ করে তাদের অবস্থা খুব খারাপ। এভাবে চলতে থাকলে কীভাবে টিকে থাকব আমরা?
এদিকে এমন পরিস্থিতির মধ্যেই তাপমাত্রা আরও বাড়বে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।
আরবিসি/১৩ এপ্রিল/মানিক