• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

মানুষের মুখে খাবার তুলে দিয়েই তৃপ্ত হন তিনি

Reporter Name / ৩৮৪ Time View
Update : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

রোজিনা সুলতানা রোজি : রোজার মাস শুরু হলেই সাধারণ মানুষ, পথচারিদের জন্য ইফতার নিয়ে ছুটে চলেন তিনি। নিজেই রোজাদারদের হাতে তুলে দেন ইফতারি। এতে পথচারি ও দুস্থরা ইফতার করে সন্তোস্ট হন। গত ১২ বছরের বেশী সময় ধরে এমন মানবিক কাজ করেছে চলেছেন আজিজুল ইসলাম বেন্টু নামের এক ব্যক্তি। ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবীদ তিনি। সমাজ সেবার অংশ হিসেবেই তিনি এ মানবিক কাজ করে আসছেন প্রায় এক যুগ ধরে। ব্যবসা ও রাজনীতির পাশাপাশি সমাজ সেবা করে অনেক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। আজিজুল আলম বেন্টু রাজশাহী নগরীর কোর্ট হড়গ্রাম এলাকার বাসিন্দা। তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি রমজানেই গরীব, দুস্থ ও পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করে থাকেন আজিজুল আলম বেন্টু। একযুগ ধরে পুরো রমজান মাস চলে তাঁর ইফতার আয়োজন। নিজের অর্থে ইফতার বিতরণ করে আসছেন তিনি। প্রতিদিন অন্তত ৩০০ থেকে সাড়ে ৩০০ গরীব দুঃস্থ ও পথচারী রোজাদাররা পাচ্ছেন ইফতার। এবারো তাঁর সে উদ্যোগ চলমান রয়েছে।

মহামারি করোনাকালে লকডাউনেও থেমে থাকেনি তার এই উদ্যোগ। লকডাউনের কারণে তিনি গরীব মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছিলেন ইফতার। এছাড়াও জরুরী প্রয়োজনে যারা বের হয়েছেন তাদের হাতেও ইফতারি তুলে দিয়েছিলেন এই সমাজসেবক। তরুণদের নিয়ে ‘আমরা নতুন প্রজন্ম’ নামের সংগঠনের ব্যানারে ইফতার বিতরণ করেন আজিজুল আলম বেন্টু।

রাজশাহী মহানগরীর হড়গ্রামের দুস্থ পরিবার ও কোর্ট স্টেশন মোড় হয়ে মহাসড়ক পথে চলাচলকারী পথচারী ও ভাসমান মানুষদের ইফতার করান তিনি। ইতিমধ্যে রাজশাহীতে মানবিক দৃষ্টান্ত হয়ে উঠেছে আজিজুল আলম বেন্টুর এই ইফতার বিতরণ কর্মসূচি। এতে খুশি এলাকার দুস্থ অসহায় ও পথচারিরা। এই মানবিক উদ্যোগ অনুসরন করে দুস্থ, গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন সাধারণ মানুষ।

নগরীর হড়গ্রাম বাজারে ইফতার করতে আসা এক পথচারী বলেন, এখানে প্রতিদিন অসংখ্য মানুষ ইফতার করেন। তিনিও মাঝে মাঝে আসেন। এটি রোজাদারদের জন্য অত্যান্ত চমৎকার উদ্যোগ। এখানে ধনী-গরীব সবাই মিলে এক সঙ্গে ইফতার করতে পারি। এখানে ইফতার করলে মনে হয় যেন বাড়িতে বসেই ইফতার করছি।

রিকশা চালক সুমন বলেন, সারাদিন রোজা রেখে রিকশা চালিয়ে অনেক ক্লান্ত হয়ে যায় শরীর। আর এখানে এসে ইফতার করতে পেরে খুব ভালো লাগে। সব ধরনের খাবার দিয়ে পেট ভরে ইফতার করানো হয় এখানে। খেয়েও তৃপ্তি পাই।

আমরা নতুন প্রজন্মের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কনক বলেন, সমাজসেবক আজিজুল আলম বেন্টুর পৃষ্টপোষকতায় রমজান মাসজুড়ে ইফতার মাহফিল ও পথচারি রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। করোনা পরিস্থিতির কারণে গতবার আয়োজন ভিন্ন ছিলো। সেবার অসহায় পরিবারগুলোর বাড়িতে ইফতার পৌঁছে দেয়া হয়েছিলো।

তিনি আরও বলেন, এবার করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং জীবনযাপন স্বাভাবিক হওয়ায় পূর্বের মতোই পথচারি রোজাদারদের মাঝে ইফতার বিতরণের আয়োজন করা হয়েছে। এই কার্যক্রম চলবে সারা রমজান মাস জুড়ে।

আজিজুল আলম বেন্টু বলেন, মানবিকভাবে সমাজের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকি। একজন রোজাদারকে ইফতার করানোর মধ্যেও আত্মতৃপ্তি আছে। তিনি সমাজের বিত্তবানদের প্রতি ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান।

আজিজুল আলম বেন্টু শুধু রোজার মাসের ইফতারি নয়, সারাবছর রাতর বেলা অসহায় মানুষদের রান্না করে খাবার খাওয়াান। নগরীর কল্পনা হলের মোড়ে ‘লবঙ্গ চাইনিজ অ্যান্ড ফাস্ট ফুড’ নামের একটি রেস্তোরাঁ চালু করেছেন। রেস্তোরাঁটিতে বাংলা খাবার পাওয়া না গেলেও ছিন্নমূল মানুষদের জন্য সেখানে প্রতি রাতে রান্না করা হয় ভাত, ডাল, মাছ, মাংস ও সবজি। রেস্তোরাঁর লাভের অংশ থেকে শুধু অসহায় মানুষদের জন্যই আলাদা বাজার করে বাংলা খাবার রান্না করা হয়।

আর রেস্তোরাঁয় রান্না করা খাবারই পরিবেশন করা হয় অসহায় মানুষের মাঝে। প্রতি রাতে প্রায় শতাধিক ছিন্নমূল, দুস্থ ও দরিদ্র মানুষকে খাওয়ানো হয় সেখানে।

আরবিসি/১২ এপ্রিল/ রোজি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category