• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৮:০০ অপরাহ্ন

মদসহ গ্রেপ্তার, গাড়িতে লেখা ‘নাম্বার দিবো কইছে’

Reporter Name / ৩৭৬ Time View
Update : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

আরবিসি ডেস্ক : অনটেস্ট, পুলিশ, সাংবাদিক- কত কিছুই না লেখা থাকে মোটরসাইকেলের নম্বর প্লেটে। এবার চোখে পড়েছে, ‘নাম্বার দিবো কইছে’ লেখা। মোটরসাইকেলটি আছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায়।

মোটরসাইকেলের পিছনে এমন লেখা থাকার বিষয়টি ঠাট্টা করার মতো বলে মনে করছে পুলিশ। পাশাপাশি এটি এক ধরণের দাম্ভিকতা বলে মনে করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এ বছরের ২৭ মার্চ তিন বোতল ভারতীয় হুইস্কিসহ এক মোটর সাইকেলে আরোহী আইনশৃংখলা বাহিনীর হাতে ধরা পড়ে। তখন সে তার নাম বলে রাকিব হোসেন। নিজেকে আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের মানিক মিয়ার ছেলে হিসেবে পরিচয় দেয়। পরে পুলিশ তদন্ত করে জানতে পারে তার নাম রিমন আহমদ। উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মিন্টু মিয়া প্রকাশ মিন্টুর ছেলে। এ বিষয়ে পুলিশ ইতিমধ্যেই অভিযোগপত্র (চার্জশিট) দিয়ে দিয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ ধরণের লেখার একটি মোটরসাইকেল থানায় থাকার কথা স্বীকার করেছেন। তিনি জানান, মোটর সাইকেলটির বৈধ কোনো কাগজপত্র নেই।

আরবিসি/১২ এপ্রিল/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category