স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়া উপজেলার দুই মাদক কারবারিকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।
মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরের দিকে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- আবু সাঈদ (৩০) ও মো. হালিম (৩২)। দুজনেই পুঠিয়া উপজেলার বাসিন্দা। রায় ঘোষণাকালে আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন তারা। পরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।
ট্রাইব্যুনালের বিশেষ পিপি এন্তাজুল হক বাবু জানান, ২০১৭ সালের ৩০ জানুয়ারি উপজেলার বারইপাড়া খলিফাপাড়া মোড়ে মোটরসাইকেল আরোহী আবু সাইদ ও মো. হালিমকে গ্রেপ্তার করে পুঠিয়া থানা পুলিশ।
ওই সময় একজনের কাছে ৩০ পিস এবং অন্যজনের কাছে ৪০ পিস ইয়াবা পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আজ (মঙ্গলবার) রায় দিলেন আদালত।
আরবিসি/১২ এপ্রিল/ রোজি