আরবিসি ডেস্ক : কঠিন কিছু দ্বিতীয় দিনেই দেখে ফেলেছে বাংলাদেশ। পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার দেয়া ৪৫৩ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে ১৩৯ রান তুলতেই টাইগারদের হারাতে হয়েছে ৫ উইকেট।
দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সও মনে করিয়ে দেন তৃতীয় দিন কতটা কঠিন হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। সিডন্স বলছিলেন, ‘আমার মনে হয়, দক্ষিণ আফ্রিকা খুব ভালো ব্যাটিং করেছে। এমন একটা স্কোর করেছে যাতে সম্ভবত ম্যাচ আমাদের নাগালের বাইরে চলে গেছে। বিশেষ করে আজকের (দ্বিতীয় দিন) শেষ সেশনে আমাদের ব্যা টিংয়ের পর। আমাদের বাঁহাতি ব্যা টারদের কিছু বড় ভুল আছে। তবে ওরাও খুব ভালো বোলিং করেছে। বিশেষ করে মহারাজ হয়তো এখনও কোনো উইকেট পায়নি, তবে টিভিতে দেখে থাকবেন, খুব উঁচু মানের বোলিং করেছে।’
তৃতীয় দিনে স্পিনারদের খেলা কঠিন হয়ে উঠবে বলে মনে করছেন জেমি। মুশফিক-ইয়াসিরদের জন্য দিনটা কঠিন হয়ে উঠবে উল্লেখ করে তিনি বলেছেন, ‘বল অনেক টার্ন করছে। শেষ দিকে (ইয়াসির) রাব্বি ও মুশফিকের ক্ষেত্রে অনেক বলই খেলেছে আর মিস করেছে এমন ঘটনা ঘটেছে। এভাবে সারাদিন কাটিয়ে দেওয়া খুব কঠিন। এই জন্যে কিছু ক্রস ব্যাট শট খেলার প্রয়োজন হবে। আমি কোনো রাশ শট খেলার কথা বলছি না। স্পিনাররা এখনও কোনো উইকেট পায়নি, পেসাররাই নিয়েছে ৫ উইকেট। এর চারটিই এসেছে ডিফেন্সিভ শট খেলার চেষ্টায়। আক্রমণাত্মক বা ঝুঁকিপূর্ণ শট খেলার চেষ্টায় নয়।’
আরবিসি/১০ এপ্রিল/মানিক