আরবিসি ডেস্ক : কুমিল্লার মুরাদনগরে মাটি ভর্তি একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খালে উল্টে পড়ে তিন যুবক নিহত হয়েছেন।
উপজেলার মোচাগড়া এলাকায় শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন উপজেলার বল্লববাড়ীয়া এলাকার ২২ বছরের বাবুল ও টুটুল এবং ২৩ বছরের হাসান।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, উপজেলার বাখরনগর থেকে রোয়াচালা এলাকার একটি ভাটায় যাচ্ছিল ট্রাক্টরটি। পথে মোচাগাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এ সময় চালক ও তার সঙ্গে থাকা দুই শ্রমিক ট্রাক্টরের নিচে পড়েন। পরে স্থানীয়রা এসে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম বলেন, ট্রাক্টরের নিচে আটকা পড়ে শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন তিন জন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরবিসি/৯ এপ্রিল/মানিক