স্টাফ রিপোর্টার : এখন থেকে রাজশাহী ওয়াসার পানির বিল নেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। এ নিয়ে বৃহস্পতিবার ওয়াসার কার্যালয়ে রাকার ও ওয়াসার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রাকাবের পক্ষে চুক্তিতে সই করেন ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান। অন্যদিকে রাজশাহী ওয়াসার পক্ষে চুক্তিতে সই করেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক জাকীর হোসেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্য উপস্থিত ছিলেন- ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এসএম তুহিনুর আলম, রাকাব মহাব্যবস্থাপক জয়নাল আবেদীন, আইসিটি বিভাগের উপ-মহাব্যবস্থাপক আবুল কালাম; ঋণ ও অগ্রীম বিভাগ-১ এর উপমহাব্যবস্থাপক শওকত শহীদুল ইসলাম, ওয়াসার প্রধান প্রকৌশলী পারভেজ মামুদ ও সচিব মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয় প্রমুখ।
রাকাব জানিয়েছে, এখন থেকে রাজশাহী ওয়াসার সকল গ্রাহক তাদের মোবাইলে রাকাব ই-ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে ২৪ ঘণ্টা ঘরে বসে দ্রুত এবং ঝামেলা বিহীনভাবে পানির বিল পরিশোধ করতে পারবেন।
আরবিসি/০৭ এপ্রিল/ রোজি