স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় দুর্বৃত্তদের দেয়া আগুনে কৃষকের ‘স্বপ্ন’ পানবরজ পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার গভীর রাতে আউচপাড়া ইউনিয়নের বেলঘরিয়াহাট গ্রামে। এতে ওই কৃষকের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে জানান গ্রামবাসী।
স্থানীয় গ্রামবাসীদের তথ্য মতে জানা গেছে, বিদ্যুৎবিহীন, জনশূন্য জায়গার পান বরজে অগ্নিকান্ড রহস্যজনক। রমজান মাসে অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আতংকে রয়েছেন এলাকার পানচাষীরা।
ওই দিন রাত সাড়ে বারো ঘটিকার দিকে পাশের গভীর নলকূপের ড্রেনম্যান মকছেদ আলী দাউ-দাউ করে জ্বলে ওঠা আগুন দেখে গভীর নলকূপের অপারেটর রেজাউল মন্ডলকে অবহিত করেন।
পরে মোবাইল ফোনে পানচাষীর ছেলে রায়হান শাহকে খবর দিলে আশপাশের শতাধিক নারী-পুরুষ ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
পানচাষী আব্দুল হাকিম শাহ জানান, এতে তার প্রায় চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রায়হান শাহ জানিয়েছেন, লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি।
বাগমারা উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান বলেন, আপনারা মাধ্যমে বিষয়টি অবগত হলাম। অভিযোগ পেলে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আরবিসি/০৭ এপ্রিল/ রোজি