• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন

লাগামহীন মাছের দাম!

Reporter Name / ৪৪০ Time View
Update : বুধবার, ৬ এপ্রিল, ২০২২

আরবিসি ডেস্ক : ঝালকাঠিতে রমজানের শুরু থেকেই লাগামহীন সব মাছের দাম। ক্রেতারা হতাশ হলেও খুশি মাছ চাষি। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় দাম বেশি। রমজানের মাঝামাঝি সময় দাম কিছুটা কমে আসবে বলে আশা তাদের।

ঝালকাঠির বড় বাজারে সরবরাহ কম থাকায় বেশির ভাগ মাছের দাম কেজিতে ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বেড়েছে। রমজানের আগে রুই কাতলের মতো কার্পজাতীয় মাছ বিক্রি হতো ১৫০ টাকা কেজিতে। এখন তা বিক্রি হচ্ছে ২৫০-৩০০ টাকায়। দেড় কেজি ওজনের সুগন্ধা-বিশখালির তাজা ইলিশ কেজিপ্রতি বিক্রি হতো ৫০০-৬০০ টাকায়। এখন বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৭০০ টাকায়। নাগালের বাইরে যাওয়ায় ক্ষোভের শেষ নেই ক্রেতাদের।

ক্রেতারা বলেন, পুরো বাজারটি একটি সিন্ডিকেটের কবজায় আবদ্ধ। বাজারে পর্যাপ্ত মাছ রয়েছে, তারপরও আকাশছোঁয়া দাম। আগে যে মাছ বিক্রি হতো ৩০০ টাকা কেজিতে, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৮০০ টাকায়। মাছের দাম এতটাই বেড়েছে যে সাধারণ মানুষের ক্ষেত্রে মাছ খেয়ে বেঁচে থাকা সম্ভব না।

তবে আড়তদাররা বলছেন, এখন দাম কিছুটা চড়া থাকলেও রোজার মাঝামাঝি সময় দাম কমে আসবে।

জেলা মৎস্য আড়তদার সমিতির সদস্য মো. রুস্তুম আলী বলেন, অল্পদিনের মধ্যেই সামুদ্রিক মাছ আসতে শুরু করবে। সরবরাহ বাড়লে মাছের দাম এমনিই কমে যাবে।

ঝালকাঠির বড় বাজারে প্রতিদিন গড়ে ৫ লাখ টাকার মাছ কেনাবেচা হয়। অধিকাংশের জোগান আসে স্থানীয় নদী খাল আর চাষের জলাশয় থেকে

আরবিসি/৬ এপ্রিল/মানিক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category