• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:০১ পূর্বাহ্ন

ক্রেতার পৌষ মাস, কৃষকের সর্বনাশ!

Reporter Name / ৪০৩ Time View
Update : বুধবার, ৬ এপ্রিল, ২০২২

আরবিসি ডেস্ক : টাঙ্গাইলে পাইকারি পৌর পার্ক বাজারে সবজির দাম অনেক কমে গেছে। এতে কৃষকদের লোকসান হলেও খুশি সাধারণ ক্রেতা।

এদিকে দীর্ঘদিন বাজার সংস্কারকাজ চলমান থাকায় ক্রেতা বিক্রেতাদের সমস্যার অভিযোগ করেছেন বাজার কমিটি।

কাকডাকা ভোর থেকেই ক্রেতা-বিক্রেতায় সরগরম টাঙ্গাইল পৌর পার্ক বাজার। প্রতিদিন এ বাজারে বিভিন্ন জেলা উপজেলা থেকে সবজি নিয়ে আসেন চাষি। কিনে নেন পাইকাররা।

রোজার শুরুতে সবজির দাম অনেকটা বাড়লেও এখন অনেকটা নিয়ন্ত্রণে। প্রতি কেজি সবজি প্রকারভেদে ১০-২০ টাকা কম দামে বিক্রি হচ্ছে। স্বস্তি জানিয়েছেন সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীরা।

তবে, সবজির দাম কমতে শুরু করায় লোকসানের আশঙ্কা করছেন চাষিরা। তারা জানান, যে দামে সবজি কিনে এনেছেন তার থেকে কম দামে বিক্রি করতে হচ্ছে। এতে লোকসানের মুখে পড়ছেন তারা।

বাজার কমিটির নেতা জানান, দীর্ঘদিন ধরে সংস্কারকাজ চলমান থাকায় সমস্যায় রয়েছেন ক্রেতা-বিক্রেতারা।

পৌর পার্ক বাজারের ইজারাদার আবদুর রাজ্জাক বলেন, ‘বাজারের সংস্কারকাজ চলছে অনেক দিন ধরে। ধীরগতিতে চলা কাজের জন্য স্বাভাবিক কাজকর্ম চালিয়ে নিতে অসুবিধায় পড়তে হচ্ছে।’

বাজার ঘুরে দেখা যায়, পাইকারি পৌরপার্ক বাজারে প্রতি কেজি পেঁয়াজ ২৪ টাকা, কাঁচা মরিচ ৬০ টাকা, টমেটো ২৫ টাকা, আলু ২০ টাকা, বেগুন ৪০ টাকা, শসা ৪০ টাকা, কুমড়া মাঝারি ২০ টাকা, পেঁপে ১৫ টাকা, পটোল ৫০ টাকা, করলা ৩৫ টাকা ও ঢেঁরস ৪০ টাক পাইকারি দরে বিক্রি হচ্ছে।

টাঙ্গাইলের পৌর পার্ক বাজারে প্রায় ৫ হাজার দোকান রয়েছে। প্রতিদিন প্রায় ২ কোটি টাকার সবজিসহ নিত্যপণ্য বিক্রি হয়।

আরবিসি/৬ এপ্রিল/মানিক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category