আরবিসি ডেস্ক : মাদারীপুরের শিবচরে স্বামীর ছুরিকাঘাতে আয়শা আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত আয়শা শিবচর উপজেলার শিবচর ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের ব্যাটারি চালিত অটোচালক রাজ্জাক তালুকদারের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭ টার দিকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের দুজনের মধ্য কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী রাজ্জাক তালুকদার ঘরে থাকা ছুরি দিয়ে আয়শা আক্তারের পেট ও নাকের কাছে আঘাত করলে সে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতর্ব্যরত চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, আমি ৯ টার দিকে নাইট ডিউটিতে আসি। আমি যতটুকু জানতে পারি মৃত অবস্থায় তাকে এখানে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরির আঘাত দেখতে পেয়েছি।
শিবচর থানার এসআই সিদ্ধার্থ কুমার জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে খুনের পর স্ত্রীর লাশ হাসপাতালে রেখে স্বামী ও তার পরিবারের সদস্যরা পালিয়েছে।
আরবিসি/০৫ এপ্রিল/ রোজি