আরবিসি ডেস্ক : রংপুরের হারাগাছে ৪ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইতি আক্তার নামে এই গৃহবধূর বাবা-মায়ের অভিযোগ, হত্যা করে তার লাশ ঝুলিয়ে রেখেছে তার স্বামী।
রংপুরের হারাগাছ উপজেলার পোদ্দারপাড়ায় রমজান আলীর বাড়ি থেকে তার স্ত্রী ইতির মরদেহ উদ্ধার করে, রোববার রাতে রংপুর মেডিকেলে নিয়ে যায় পুলিশ।
ময়নাতদন্তের পর বাপের বাড়িতে লাশের জন্য সোমবার দুপুরেও আত্মীয়স্বজনদের অপেক্ষা। লিপির মা ও বোনের অভিযোগ, রমজান প্রায়ই ইতিকে মারপিট করত। ঘটনার দিন লোহার পাইপ দিয়ে পিটিয়ে হত্যা করা হয় তাকে। এরপর দায় এড়াতে লাশ ঝুলিয়ে রাখে অভিযুক্ত স্বামী।
৪ মাসের অন্তঃসত্ত্বা মেয়েটির মৃত্যুর সুষ্ঠু তদন্ত চান এলাকাবাসী। তারা বলেন, মেয়েটির স্বামী ওকে খুব নির্যাতন করত। মেয়েটিকে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করলেও এ জন্য কারও প্ররোচনা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাজ্জাদ হোসেন বলেন, সুরতহাল করে মরদেহ ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছি। রিপোর্ট এলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইতি আক্তার রমজানের দ্বিতীয় স্ত্রী। প্রায় আট মাস আগে তাদের বিয়ে হয়।
আরবিসি/৫ এপ্রিল/মানিক