আরবিসি ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে হল কর্তৃপক্ষের কাছে নির্যাতনের অভিযোগ দিলে ছাত্রলীগের নেতাকর্মীরা ভুক্তভোগী শিক্ষার্থীকে হল ছাড়া করেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার সন্ধ্যার পর ওই শিক্ষার্থীকে হলের বাইরে বের করে দেওয়া হয়। পরে রাত ১১টার দিকে হলের আবাসিক শিক্ষকরা তাকে আবার তার কক্ষে তুলে দেয়।
ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম রাজিমুল হক রাকিব। তিনি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাকে হল থেকে বের করে দেওয়ার পর তার বই-খাতা, টেবিল ও কাপড়ও হলের বাইরে ফেলে দেওয়া হয়।
ছাত্রলীগের কর্মসূচিতে অংশগ্রহণ না করায় গত শুক্রবার রাত ২টার দিকে এসএম হল ছাত্রলীগের সভাপতি তানভীর সিকদার রাকিবকে ডেকে নিয়ে নির্যাতন করেন। পরে সোমবার রাকিব হল কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে অভিযোগ জানান এবং নিরাপত্তা চান।
এরপর সন্ধ্যায় তানভীরের অনুসারী নাফিজ ও হাসান আহমেদ রাজুসহ আরও কয়েকজন তাকে হল থেকে জোরপূর্বক বের করে দেয় বলে রাকিব সংবাদমাধ্যমকে জানান।
রাকিব বলেন, ‘ইফতারের পর নাফিজ ও রাজুর নেতৃত্বে কয়েকজন আমাকে হল থেকে বের করে দেয়।’
এ বিষয়ে প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মজিবুর রহমান সোমবার রাতে সংবাদমাধ্যমকে বলেন, ‘ঘটনাটি শোনার পর ওই শিক্ষার্থীর কাছে আমি কয়েকজন আবাসিক শিক্ষককে পাঠিয়েছি। তাকে হলে তুলে দেওয়া হবে।’
এসএম হলের আবাসিক শিক্ষক বেলাল হোসেন সোমবার রাতে সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা হলে গিয়ে রাকিবকে তার কক্ষে তুলে দিয়ে এসেছি।’
তবে রাকিবকে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ সম্পর্কে হল ছাত্রলীগ সভাপতি তানভীর সিকদার সংবাদমাধ্যমকে বলেন, ‘তাকে কারা হল থেকে বের করেছে, তা আমার জানা নেই। বিষয়টি হল কর্তৃপক্ষকে তদন্ত করে দেখার অনুরোধ রইল।’
ভুক্তভোগী শিক্ষার্থী রাজিমুল হক রাকিব সোমবার রাত ১২টার দিকে সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি হলে উঠেছি। এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে। এরপরও কিছুটা অনিরাপদ বোধ করছি।’
আরবিসি/৫ এপ্রিল/মানিক