• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

এসএসসির ফরম পূরণ শুরু ১৩ এপ্রিল

Reporter Name / ৩৮২ Time View
Update : সোমবার, ৪ এপ্রিল, ২০২২

আরবিসি ডেস্ক : চলতি বছরের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৩ এপ্রিল। চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। এবার ফরম পূরণ হবে অনলাইনে। ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল। রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বিজ্ঞপ্তি দিয়ে ২০২২ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিস্তারিত তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণ বাবদ ফি ধার্য করা হয়েছে ১ হাজার ৬১৫ টাকা। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের ১ হাজার ৪৯৫ টাকা। এসএসসি পরীক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে হবে। কোনো শিক্ষার্থীর কাছ থেকে নবম ও দশম শ্রেণির মোট ২৪ মাসের বেশি বেতন নেওয়া যাবে না।

চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ আগামী ১৯ জুন ঘোষণা করা হয়েছে। এবার নির্বাচনী পরীক্ষা (টেস্ট) হবে না। তার বিকল্প হিসেবে ‘প্রস্তুতিমূলক পরীক্ষা’ নেওয়া হবে। এ পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ১৯ মে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এসএসসিতে এ বছর গতবারের মতো তিনটি বিষয়ে পরীক্ষা হবে না। ২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে হবে এসএসসি পরীক্ষা।

সাধারণত বছরের ফেব্রুয়ারিতে এসএসসি ও এপ্রিলে এইচএসসি পরীক্ষা হয়। কিন্তু করোনার সংক্রমণের কারণে ২০২০ সালের মার্চ থেকে শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে যায়। ফলে ঠিক সময়ে পরীক্ষা হচ্ছে না। কখনো তা বাতিল করতে হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ বছরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়ের বেশ পরে হচ্ছে।

আরবিসি/০৪ এপ্রিল/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category