আরবিসি ডেস্ক : রাজধানীর নিউ ইস্কাটন রোডের একটি বাসায় তাসফিয়া সুলতানা সারাহ (২০) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুরান ঢাকায় তার চাচির বাড়ি বেড়াতে যাওয়া নিয়ে স্বামী তারিকের সঙ্গে রাগারাগি হয় সারাহর। এরপরই গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যু সারাহর স্বামী তারিক হাসান জানান, এক বছর আগে প্রেমের সম্পর্কে তাদের বিয়ে হয়েছিল। সারাহর বাবা-মা দুজনেই মারা গেছেন। বোনের সঙ্গে নিউ ইস্কাটন নিজেদের বাড়িতে থাকতেন তিনি। আর বেসরকারি কোম্পানিতে চাকরি করা তারিক থাকেন মোহাম্মদপুরে।
তিনি জানান, গতকাল রাতে সারাহ পুরান ঢাকায় তার চাচির বাড়ি বেড়াতে যান। তারিককে যেতে বলেছিলেন। কিন্তু তিনি না যাওয়ায় দুজনের মধ্যে রাগারাগি হয়। এরপর আজ সকাল ১০টার দিকে সারাহ ইস্কাটনের বাসায় আসেন। তখন তাদের এ নিয়ে আবারও মনোমালিন্য হয়।
এরপর বাসা থেকে তারিক চলে আসার পর পৌনে ১১টার দিকে সারাহকে ফোন দেন। কোনো সাড়া পাচ্ছিলেন না। একপর্যায়ে প্রতিবেশী এক ভাড়াটিয়া সারাহর ফোন রিসিভ করে জানান, সারাহ গলায় ফাঁস নিয়েছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর প্রতিবেশী ভাড়াটিয়ারা ও তার স্বজনরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।
একটি প্রাইভেট কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন সারাহ। কয়েক বছর ধরে তিনি হতাশায় ভুগছিলেন বলে দাবি করেন স্বামী তারেক।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি রমনা থানা পুলিশকে জানানো হয়েছে।
আরবিসি/৩ এপ্রিল/মানিক