• মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন

ঝিনাইদহের সীমান্তে নারীসহ ৫ জন গ্রেফতার

Reporter Name / ১৩৬ Time View
Update : রবিবার, ৩ এপ্রিল, ২০২২

আরবিসি ডেস্ক : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে বিজিবি। রোববার ভোরে উপজেলার বাঁশবাড়িয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ গ্রামের দ্বিজেন হালদারের ছেলে মানিক হালদার (৩৪), তার স্ত্রী মুক্তি গাইন (১৮), ডুমুরিয়া থানার বেন্নাবাড়ী গ্রামের মমতা বল্লব (৫০), রকি বল্লব (১৬) ও ভাঙ্গারহাট পশ্চিম হাজরাবাড়ী গ্রামের চায়না সেন (২০)।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অবৈধভাবে কিছু বাংলাদেশি ভারতে যাওয়ার চেষ্টা করছে–এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বাঁশবাড়িয়া গ্রামের মাঠ থেকে পাঁচজনকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

আরবিসি/৩ এপ্রিল/মানিক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category