আরবিসি ডেস্ক : বাংলাদেশে জন্ম নেওয়া রাজনৈতিক স্লোগান ‘খেলা হবে’ পশ্চিমবঙ্গের রাজনীতি এবং শিক্ষাঙ্গনে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। গতবছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ‘খেলা হবে’ স্লোগানের মাধ্যমে প্রচার চালিয়েছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সব নেতা, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নির্বাচনী প্রচারে গিয়ে স্লোগানটি দেন। এছাড়া উত্তরপ্রদেশ, পাঞ্জাবসহ একাধিক জায়গায়ও তারা এই স্লোগানে প্রচারণা চালায়।
পশ্চিমবঙ্গের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার থেকে পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা শুরু হচ্ছে। করোনার প্রকোপ কাটিয়ে এবারের পরীক্ষা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
সেজন্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা বোর্ডের নির্দেশাবলিতে বলা হয়েছে, ‘এবারের পরীক্ষার উত্তরপত্রে কোনো পরীক্ষার্থী যদি কোনো অশোভন বাক্য লেখে, ছবি আঁকে, তবে তাদের খাতা বাতিল করা হবে। বিশেষ করে উত্তরপত্রে কোনো পরীক্ষার্থী ‘খেলা হবে’ স্লোগানটি লিখলে ওই পরীক্ষার্থীর খাতা বাতিল করা হবে। ’
এর আগে, মাধ্যমিক বা এসএসসি পরীক্ষার উত্তরপত্রে কিছু পরীক্ষার্থী ‘খেলা হবে’ স্লোগানটি লেখে। পরীক্ষার খাতা দেখতে গিয়ে এই স্লোগান দেখে অবাক হন পরীক্ষকেরা। তাই এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচ্ছন্নভাবে অনুষ্ঠিত করার জন্য পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এই সিদ্ধান্ত নেয়।
চলতি বছর পশ্চিমবঙ্গে পরীক্ষাকেন্দ্র হবে পরীক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ে। এ বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৭ লাখ ৪৫ হাজার পরীক্ষার্থী। পাশাপাশি এ বছর চারটি ভাষায় প্রশ্নপত্র দেওয়া হবে। বাংলা, ইংরেজি, হিন্দি ও অলচিকি ভাষা। নিয়ে পশ্চিমবঙ্গে সতর্কতা
ভআরবিসি ডেস্ক : বাংলাদেশে জন্ম নেওয়া রাজনৈতিক স্লোগান ‘খেলা হবে’ পশ্চিমবঙ্গের রাজনীতি এবং শিক্ষাঙ্গনে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। গতবছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ‘খেলা হবে’ স্লোগানের মাধ্যমে প্রচার চালিয়েছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সব নেতা, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নির্বাচনী প্রচারে গিয়ে স্লোগানটি দেন। এছাড়া উত্তরপ্রদেশ, পাঞ্জাবসহ একাধিক জায়গায়ও তারা এই স্লোগানে প্রচারণা চালায়।
পশ্চিমবঙ্গের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার (২ এপ্রিল) থেকে পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা শুরু হচ্ছে। করোনার প্রকোপ কাটিয়ে এবারের পরীক্ষা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
সেজন্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা বোর্ডের নির্দেশাবলিতে বলা হয়েছে, ‘এবারের পরীক্ষার উত্তরপত্রে কোনো পরীক্ষার্থী যদি কোনো অশোভন বাক্য লেখে, ছবি আঁকে, তবে তাদের খাতা বাতিল করা হবে। বিশেষ করে উত্তরপত্রে কোনো পরীক্ষার্থী ‘খেলা হবে’ স্লোগানটি লিখলে ওই পরীক্ষার্থীর খাতা বাতিল করা হবে। ’
এর আগে, মাধ্যমিক বা এসএসসি পরীক্ষার উত্তরপত্রে কিছু পরীক্ষার্থী ‘খেলা হবে’ স্লোগানটি লেখে। পরীক্ষার খাতা দেখতে গিয়ে এই স্লোগান দেখে অবাক হন পরীক্ষকেরা। তাই এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচ্ছন্নভাবে অনুষ্ঠিত করার জন্য পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এই সিদ্ধান্ত নেয়।
চলতি বছর পশ্চিমবঙ্গে পরীক্ষাকেন্দ্র হবে পরীক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ে। এ বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৭ লাখ ৪৫ হাজার পরীক্ষার্থী। পাশাপাশি এ বছর চারটি ভাষায় প্রশ্নপত্র দেওয়া হবে। বাংলা, ইংরেজি, হিন্দি ও অলচিকি ভাষা।
আরবিসি/২ এপ্রিল/মানিক