• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন

পবিত্র মাহে রমজান উপলক্ষে এমপি এনামুল হকের শুভেচ্ছা

Reporter Name / ৪১৬ Time View
Update : শনিবার, ২ এপ্রিল, ২০২২

স্টাফ রিপের্টার : পবিত্র মাহে রমজান উপলক্ষে মুসলমান ধর্মাবল্মীদের শুভেচ্ছা জানিয়ছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক। তিনি বাগমারাবাসীসহ সবাইকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

এক শুভেচ্ছাবাণীতে এমপি এনামুল হক বলেন, ‘রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে সংযম ও সিয়াম সাধনার পবিত্র মাস মাহে রমজান বছর ঘুরে আমাদের মাঝে সমাগত। পবিত্র রমজান উপলক্ষে তিনি মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহবান জানিয়ে তিনি আরো বলেন, ‘অশেষ রহমত-বরকত, মাগফেরাত ও নাজাতের পবিত্র রমজান মাসে ত্যাগ স্বীকারের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে। মহান আল্লাহর নৈকট্যলাভ, শান্তি এবং ক্ষমা লাভের অপূর্ব সুযোগ এনে দেয় মাসটি। পবিত্র রমজান মাস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালনের পাশাপাশি যাবতীয় হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, অন্যায়-অবিচার ও সংঘাত পরিহার করে রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহবান জানান তিনি।

আরবিসি/০২ এপ্রিল/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category