• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:১২ পূর্বাহ্ন

বিপাকে রিমি সেন

Reporter Name / ১১৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

আরবিসি ডেস্ক: ‘ধুম’, ‘ফির হেরা ফেরি’, ‘হাঙ্গামা’র মতো সফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। দর্শকদের কাছে পেয়েছেন পরিচিতি। নাম রিমি সেন। জনপ্রিয় এ অভিনেত্রী সম্প্রতি আইনের দ্বারস্থ হয়েছেন। দায়ের করেছেন লিখিত অভিযোগ।

কারণ, রিমির ৪ কোটি ১৪ লাখ রুপি আত্মসাৎ করে ফেলেছে রৌনক ব্যাস নামের এক ব্যবসায়ী। বিনিয়োগের কথা বলে ওই টাকা নিয়েছিল। কিন্তু নির্ধারিত সময় গড়িয়ে গেলেও কোনো লাভ তো দূরের কথা, আসল টাকাও পাচ্ছেন না অভিনেত্রী।

রিমির বয়ান অনুসারে, ২০১৯ সালে মুম্বাইয়ের একটি জিমে আলাপ হয় ওই ব্যবসায়ীর সঙ্গে। এরপর বন্ধুত্ব গড়ে ওঠে তাদের মধ্যে। নতুন ব্যবসায় বিনিয়োগের নামে তিনি অভিনেত্রীর কাছ থেকে ৪ কোটি ১৪ লাখ রুপি নেন।

এর বিপরীতে রিমিকে প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ লাভের আশ্বাস দেন রৌনক। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো টাকা ফেরত পাননি অভিনেত্রী। একাধিকবার তাকে কল করলেও সাড়া দিচ্ছেন না। পরে তিনি জানতে পারেন, যে ব্যবসার নামে রিমির কাছ টাকা নেওয়া হয়েছিল, সেখানেও কোন বিনিয়োগ করেননি রৌনক।

রিমি আরও জানান, ২০২০ সালের মার্চ মাসে নিজের অ্যাকাউন্ট থেকে মাত্র ৩ লাখ রুপি তার অ্যাকাউন্টে ট্রান্সফার করেন ওই ব্যবসায়ী। সেই সঙ্গে সাড়ে তিন কোটি রুপির একটি চেক দেন। কিন্তু চেক ভাঙাতে গিয়ে জানতে পারনে, ওই অ্যাকাউন্টের কোনো অস্তিত্ব নেই। এরপরই পুলিশের কাছে অভিযোগ জানান রিমি। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে।

আরবিসি/৩১ মার্চ/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category