আরবিসি ডেস্ক : মেয়েদের মাধ্যমিক স্কুলে ফেরার বিষয়ে বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন দল তালেবান। পাল্টা ব্যবস্থা হিসেবে দেশটির ছয়শ’ মিলিয়ন ডলারের তহবিল জব্দ করেছে বিশ্ব ব্যাংক।
শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসার উন্নয়নে আফগানিস্তানকে এই তহবিল বরাদ্দ দেওয়া হয়েছিল।
এক বিবৃতিতে বিশ্ব ব্যাংক জানিয়েছে, এই প্রকল্পে নারীদের অংশগ্রহণ ও মেয়েদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত সপ্তাহে কয়েক মাস ধরে বন্ধ থাকা স্কুলগুলো খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয় তালেবান। তবে তালেবান জানায়, শরীয়াহ আইন ও আফগান ঐতিহ্য মেনে মেয়েদের পোশাকের বিষয়টি সুরাহা হলেই কেবল স্কুল খুলে দেওয়া হবে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার মুখে কম বয়সী কিছু মেয়েকে স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে বড়দের বেলায় সিদ্ধান্ত এখনও ঝুলে আছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শর্ত না মানলে তালেবান সরকারের কাছে এই প্রকল্পের অর্থ সরবরাহ করবে না বিশ্বব্যাংক।
আরবিসি/৩০ মার্চ/ রোজি