• রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন

ব্যবসায়ী রিয়াজের খুনিদের গ্রেফতার দাবিতে আল্টিমেটাম

Reporter Name / ৭৯ Time View
Update : বুধবার, ৩০ মার্চ, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ক্ষুদ্র ব্যবসায়ী রিয়াজের খুনিদের আগামী সাত দিনের মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়েছে। অন্যথায় লাগাতার আন্দোলন কর্মসূচী দেয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বুধবার সকালে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা দেয়া হয়। এ সময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, হত্যাকান্ডের ৯ দিন পার হলেও পুলিশ এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পারে নি। এলাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নেয় সামাজিক সংগঠন ‘জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ’।

সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ত্বে মানববন্ধন চলাকালে আয়োজিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা বাবু প্রশান্ত কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, নিহত রিয়াজের পিতা মধু শেখ ও নিহতের বড় বোন বৃষ্টি প্রমুখ।

বক্তারা পুলিশি ভূমিকার তীব্র নিন্দা করে বলেন, সাম্প্রতিক সময়ে পুলিশ বিতর্কিত ভূমিকা পালন করায় সন্ত্রাসী, চাঁদাবাজরা বেপরোয়া হয়ে উঠেছে। সন্ত্রাসী, চাঁদাবাজদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ। এ অবস্থায় সন্ত্রাসীদের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানববন্ধনে নিউমার্কেট এলাকার বিপুল সংখ্যক লোকজন অংশ নেন।

প্রসঙ্গত, গত ২১ মার্চ সন্ধ্যায় রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকায় ফুটপাত দখল নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রিয়াজুল (২৩) নামে এক ব্যবসায়ী নিহত হন। এ ঘটনায় রাতেই নগরীর বোয়ালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো পুলিশ কোনো আসামীকে গ্রেফতার করতে পারেনি।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, ওই ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে নয়জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযানও শুরু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

আরবিসি/৩০ মার্চ/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category