পল্টন থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, রাতে মুরগিবহনকারী অটোচালিত ভ্যানে করে রাজউক ভবনের সামনে দিয়ে যাচ্ছিলেন। ভ্যানটি চালাচ্ছিল এর চালক আ. রহিম। উপরে বসা ছিল সোহাগ। তখন পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে সোহাগ ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে ভ্যান চালকই তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে তার চালক পালিয়ে গেছে। সেটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ভ্যান চালকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদশর্ক মো. বাচ্চু মিয়া জানান, নিহতের বাড়ি নোয়াখালী সোনাইমুড়ী উপজেলায়। বাবার নাম গোলাম মোস্তফা। খিলগাঁও তিলপাড়ায় থাকে সে। মুরগি ব্যবসায়ী সোহাগ কাপ্তানবাজার থেকে মুরগি নিয়ে খিলগাঁও যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে ভ্যানচালক আব্দুর রহিমের কোনো আঘাত লাগেনি।