• মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন

মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলনের বিকল্প নেই : লিটন

Reporter Name / ৭০ Time View
Update : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তোলার কোন বিকল্প নেই। তিনি বলেন, সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন প্রশংসনীয় উদ্যোগ। এক্ষেত্রে জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে তাদেরকে ক্রীড়ামুখী করার পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকতে হবে।

মঙ্গলবার রাজশাহীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের সচিব মোকাব্বির হোসেন। এছাড়া অতিথি হিসেবে রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক বক্তব্য দেন।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক আব্দুস সবুর মন্ডল। কর্মশালায় রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জিয়াউল হক, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহযোগিতায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় এ কর্মশালার আয়োজন করে।

আরবিসি/২৯ মার্চ/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category