চলমান রুশ চলমান রুশ আগ্রাসনে কয়েক হাজার সামরিক বাহন ব্যবহার করা হচ্ছে। দেশটির ভূখণ্ডে রুশ ট্যাংক ও সামরিক যানের উপস্থিতি খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এসব বাহনের সবগুলোতেই বাইরের অংশে ইংরেজি ‘জেড’ অক্ষর লেখা। এমনকি ইউক্রেনে অবস্থানরত রুশপন্থীরা ‘জেড’ চিহ্ন সংবলিত পোশাকের ব্যবহার করছেন।
পর্যবেক্ষকদের অনেকেই বলছেন যে, এই ধরনের চিহ্নগুলো রুশ সহযোদ্ধাদের যুদ্ধক্ষেত্রে তাদের নিজস্ব যানবাহন শনাক্ত করতে এবং ফ্রেন্ডলি ফায়ার এড়াতে সংকেত হিসেবে কাজ করছে।
তবে এই চিহ্ন জার্মানিতে ব্যবহার করা যাবে না। বার্লিন প্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, রাশিয়ার আগ্রাসনের সমর্থনে ‘জেড’ প্রতীক দেখানো হলে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। এর আগে এমন প্রতীক প্রদর্শনে শাস্তির কথা জানিয়েছিল বাভারিয়া ও স্যাক্সনি রাজ্য।
সোমবার (২৮ মার্চ) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সাংবাদিকদের বলেন, অক্ষর হিসেবে ‘জেড’ নিষিদ্ধ নয়। কিন্তু কোনও ব্যক্তি যদি এটি রুশ আগ্রাসনের সমর্থনে প্রদর্শন করেন তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ হতে পারে।
আরবিসি/২৯ মার্চ/মানিক