• বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন
শীর্ষ সংবাদ
উপদেষ্টাদের আয় ও সম্পদ হিসাব জমা দিতে হবে, মন্ত্রিপরিষদের নীতিমালা জারি পলিথিনের শপিং ব্যাগ উৎপাদনের বিরুদ্ধে ১ নভেম্বর থেকে অভিযান শুরু শিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বুধবার নাটোরে পাওনা ২০০ টাকা চাওয়ায় দোকানদারকে কুপিয়ে হত্যা প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ রাজশাহীতে এক দফা দাবিতে নার্সদের কর্মবিরতি দায়িত্ব নেওয়ার পর আপনারা সুর পাল্টে কথা বলছেন: অন্তর্বর্তী সরকারকে ডা. জাহিদ রডে ঝুলছিল আওয়ামী লীগ নেতার মরদেহ, স্ত্রীর দাবি ‘হত্যা’ জানাজা থেকে ফেরার পথে যুবককে গলা কেটে হত্যা মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

জার্মানিতে ‘জেড’ প্রতীক দেখালেই শাস্তি

Reporter Name / ৮৫ Time View
Update : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

আরবিসি ডেস্ক : ইউক্রেনে রুশ আগ্রাসনকে সমর্থন করে ‘জেড’ প্রতীক দেখানো ব্যক্তিদের শাস্তির মুখে পড়তে হতে পারে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চলমান রুশ চলমান রুশ আগ্রাসনে কয়েক হাজার সামরিক বাহন ব্যবহার করা হচ্ছে। দেশটির ভূখণ্ডে রুশ ট্যাংক ও সামরিক যানের উপস্থিতি খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এসব বাহনের সবগুলোতেই বাইরের অংশে ইংরেজি ‘জেড’ অক্ষর লেখা। এমনকি ইউক্রেনে অবস্থানরত রুশপন্থীরা ‘জেড’ চিহ্ন সংবলিত পোশাকের ব্যবহার করছেন।

পর্যবেক্ষকদের অনেকেই বলছেন যে, এই ধরনের চিহ্নগুলো রুশ সহযোদ্ধাদের যুদ্ধক্ষেত্রে তাদের নিজস্ব যানবাহন শনাক্ত করতে এবং ফ্রেন্ডলি ফায়ার এড়াতে সংকেত হিসেবে কাজ করছে।

তবে এই চিহ্ন জার্মানিতে ব্যবহার করা যাবে না। বার্লিন প্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, রাশিয়ার আগ্রাসনের সমর্থনে ‘জেড’ প্রতীক দেখানো হলে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। এর আগে এমন প্রতীক প্রদর্শনে শাস্তির কথা জানিয়েছিল বাভারিয়া ও স্যাক্সনি রাজ্য।

সোমবার (২৮ মার্চ) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সাংবাদিকদের বলেন, অক্ষর হিসেবে ‘জেড’ নিষিদ্ধ নয়। কিন্তু কোনও ব্যক্তি যদি এটি রুশ আগ্রাসনের সমর্থনে প্রদর্শন করেন তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ হতে পারে।

 

 

আরবিসি/২৯ মার্চ/মানিক

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category