নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুরের সোমপুর বিহারকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন করেছে পাহাড়পুর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি, সচেতন নাগরিক ও উত্তরবঙ্গ আদিবাসী বুদ্ধিষ্ট ফেডারেশন।
মঙ্গলবার সকালে ঐতিহাসিক পাহাড়পুর বাজাওে নওগাঁ-জয়পুরহাট মহাসড়কে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য সাবেক মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আকরাম হোসেন চৌধূরী, পাহাড়পুর ইউপি চেয়ারম্যান ও বদলগাছি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহবায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, যুগ্ম-আহবায়ক কামরুল ইসলাম পল্টন, মামনুর রশিদ, আবু হেনা রাশেদ মিল্টন।
বক্তারা বলেন ঐতিহাসিক পাহাড়পুরে খৃষ্টীয় ৮ম শতাব্দিতে এখানে বৌদ্ধ ধর্মের দীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় ছিল। সেই ঐতিহ্যকে ধারন করে প্রত্নতাত্ত্কি গবেষণার দ্বার উন্মোচন করতে এবং বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করতে পাহাড়পুরে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবী করে আসছে স্থানীয়রা।
তারা প্রধানমন্ত্রীর কাছে নওগাঁ জেলায় বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়টি ঐতিহাসিক পাহাড়পুরে প্রতিষ্ঠার জন্য অনুরোধ জানান।
আরবিসি/২৯ মার্চ/ রোজি