বৃহস্পতিবার (২৪ মার্চ) ভোর ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। এক ঘণ্টার বেশি সময় পর সকাল ৭টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন সময় নিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, চকবাজারের তাজমহল টাওয়ারের পাশের একটি ভবনে আগুন লাগার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। এক ঘণ্টার বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান এরশাদ হোসেন।
আরবিসি/২৪ মার্চ/মানিক