স্টাফ রিপোর্টার : বাগমারায় রাতের আঁধারে আবারও শুরু হয়েছে পুকুর খনন। আর এই পুকুর খননের মাটি ইটভাটায় নিয়ে যাওয়ায় পাকা রাস্তা ভেঙ্গে একাকার হয়ে যাচ্ছে। এসব ভাঙ্গা রাস্তায় সামান্য বৃষ্টিপাতে জনদুর্ভোগের অন্ত নাই। গত বুধবার বিকেল সামান্য বৃষ্টিপাতের ফলে উপজেলার ভবানীগঞ্জ-হামিরকুৎসা পাকা রাস্তায় একাধিক দুর্ঘটনা ঘটে ।
গোয়ালকান্দি ইউনিয়নের তেলিপুকুর নামক স্থানে জনৈক প্রভালশালী আব্দুল হালিম একটি পুকুর খনন করে চলেছেন। আব্দুল হালিম পেশায় একজন পল্লী চিকিৎসক বলে সূত্রে জানা যায়। তার পুকুর থেকে বিভিন্ন ইট ভাটায় মাটি বিক্রয় চলছে বলে জানান এলাকাবাসী।
পাকা রাস্তায় পড়ে থাকা মাটিতে এক পশলা বৃষ্টি হলে রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ে। সমস্যায় পড়েন মোটরসাইকেল আরোহীসহ পথচারীরা। স্থানীয় বাসীন্দা আব্দুল মতিন, ইয়াকুব আলীর ভাষ্য প্রশাাসনকে ম্যানেজ করে রাতের অন্ধকারে অবৈধ পুকুর খনন করা হচ্ছে। তেলিপুকুর নামক স্থানে একটি ট্রলি স্লিপ করে রাস্তার ধারে আটকে যায়। এতে অপর মোটরসাইকেল আরোহী আঘাতপ্রাপ্ত হন। এ সময় পথচারীদের মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করতে শোনা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান জানান, বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরবিসি/২৪ মার্চ/ রোজি