আরবিসি ডেস্ক : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের পাতিলাপাড়া এলাকায় ফরহাদ হোসেন নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ওই এলাকার একটি ধানখেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফরহাদ হোসেন পাতিলাপাড়ার এলাকার বাসিন্দা। তিনি বরাইদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
জানা গেছে, বুধবার (২৩ মার্চ) বিকেলে বাড়ি থেকে বের হন ফরহাদ হোসেন। পরে রাতে বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। এদিকে আজ বৃহস্পতিবার সকালে প্রতিবেশীর বাড়ির পাশের ধানখেতে তার মরদেহ দেখে পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ এসে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা হবে।
আরবিসি/২৪ মার্চ/মানিক