আরবিসি ডেস্ক :
রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর পেট্রোল পাম্পের পাশে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে ডালিম (৩৫) নামের এক গার্মেন্টস শ্রমিক খুন হয়েছেন। এই ঘটনায় ঘাতক মনছু বিল্লাহকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ মার্চ) রাত নয়টার দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত তিনটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই আলিম জানান, আমার ভাই একটি গার্মেন্টসে পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। গার্মেন্ট ছুটি শেষে তার বাসায় উত্তরা ৯ নম্বর সেক্টর আব্দুল্লাহপুর পেট্রোল পাম্পের পাশে একটি বাসায় মেস করে থাকতেন। তার পাশেই আরেকটি রুমে মনছু বিল্লাহ নামে থাকতো। সে মাদকাসক্ত ছিল।
আমার ভাই বাসায় এসে রুমের তালা খোলার সময় পিছন দিক থেকে মনছু বিল্লাহ তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে সোপর্দ করে।
পরে আমার ভাইকে উদ্ধার করে প্রথমে মনসুর আলী মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর থানায়। পিতার নাম সুরুজ মিয়া। নিহত তিন মেয়ের জনক ছিলেন।