• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৮ অপরাহ্ন

আজ পবিত্র শব ই-বরাত

Reporter Name / ৩৭১ Time View
Update : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

আরবিসি ডেস্ক : আজ শুক্রবার দিবাগত রাতে পবিত্র শব-ই-বরাত। মুসলমানদের জন্য এটি সৌভাগ্যের রজনী। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরান তেলাওয়াত, জিকির, ওয়াজ, মিলাদ মাহফিল, দোয়া মোনাজাতসহ এবাদত-বন্দেগীর মধ্য দিয়ে পবিত্র রাতটি অতিবাহিত করবেন।

হিজরী বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এই রাতে মহান আল্লাহতায়ালা তাঁর বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন। এই রাতে মহান আল্লাহতায়ালার নূরের জ্যোতি পৃথিবীর নিকট আসমানে প্রকাশ পায়। আর এ সময়ই আল্লাহতায়ালার মহান দরবারে ক্ষমা প্রার্থনার বিশেষ সময়। আল্লাহর নৈকট্য ও সান্নিধ্য লাভের এক দুর্লভ সুযোগ এনে দেয় এই মহিমান্বিত রজনী। ইসলাম ধর্মে গুরুত্বপূর্ণ চারটি রাতের অন্যতম শব-ই-বরাতের রাত।

মহিমান্বিত এ রজনীতে মুসলিম সম্প্রদায়ের মানুষ নিজের এবং পরিবারসহ আত্মীয়-স্বজন এবং মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করবেন। আগের ২ বছর করোনা পরিস্থিতির কারণে মসজিদগুলোতে মুসল্লিদের উপস্থিতি কিছুটা কম হলেও এবার করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় উপস্থিতি বাড়বে। তবে করোনা পরিস্থিতির উন্নতি হলেও স্বাস্থ্যবিধি মেনে মসজিদগুলোতে শব-ই-বরাত পালন করতে মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

পবিত্র শব-ই-বরাত উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারী টিভি চ্যানেল ও রেডিও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করবে। এ ছাড়া দিবসটির তাৎপর্য তুলে ধরে জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে বিশেষ নিবন্ধ প্রকাশিত হবে। শব-ই-বরাতের পরদিন অর্থাৎ আগামীকাল শনিবার সরকারী ছুটি। পবিত্র শব-ই-বরাতের রজনীতে রাজধানী ঢাকাসহ সারাদেশে নারী-পুরুষ-শিশু-বৃদ্ধসহ সর্বস্তরের মুসলমান কোরান তেলাওয়াত, নফল নামাজ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের জন্য এবাদত-বন্দেগীতে মশগুল থাকবেন। বাসাবাড়ি ছাড়াও মসজিদে মসজিদে সারারাত চলবে নফল নামাজ, পবিত্র কোরান তেলাওয়াত, ওয়াজ মাহফিল, জিকিরসহ অন্যান্য এবাদত-বন্দেগী ও মোনাজাত।

আরবিসি/১৮ মার্চ/ রোজি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category