আরবিসি ডেস্ক : দেশের বাজারে খোলা ও বোতলজাত সয়াবিন তেল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠন এবং নীতিমালা তৈরি নিয়ে গৃহীত পদক্ষেপ কী তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
এ নিয়ে কর্তৃপক্ষকে আগামী ২৬ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। কি কি অসঙ্গতি পাওয়া গেল এবং মজুতকারীদের বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তাও জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে, সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন আদালত।
এ সংক্রান্ত রিটের শুনানি ও আদেশের নির্ধারিত দিনে মঙ্গলবার (১৫ মার্চ) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আজ রিটকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবির। তার সঙ্গে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট মনির হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা।
আরবিসি/১৫ মার্চ/ রোজি