আরবিসি ডেস্ক : ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিওপোলে দুই সপ্তাহ ধরে প্রয়োজনীয় পরিষেবা এবং সরবরাহ বন্ধ রেখে বোমাবর্ষণ করা হয়েছে। এতে এখন পর্যন্ত ২ হাজার ১৮৭ জন বাসিন্দা নিহত হয়েছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শহরে বিদ্যুৎ, পানি অথবা হিটিংয়ের ব্যবস্থা নেই। প্রায় কোনো মোবাইল যোগাযোগ ব্যবস্থা নেই। খাদ্য ও পানির মজুদ ফুরিয়ে আসছে। রাশিয়ান বাহিনী শহটির পূর্ব উপকণ্ঠ দখল করেছে। শহরটিতে অন্তত ২২টি রুশ হামলা হয়েছে। গত ১২ দিন ধরে মানুষ কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে।
এদিকে, পোল্যান্ডের সীমান্তবর্তী ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ অঞ্চলে সামরিক ঘাঁটিতে হামলায় নিহত বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহতের সংখ্যাও বেড়েছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, রোববার ভোরে ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ১৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রসঙ্গত, রাশিয়া ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে। অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল দখলে নিয়েছে রুশ বাহিনী।
আরবিসি/১৪ মার্চ/ রোজি