আরবিসি ডেস্ক : রাশিয়ার সেনা অভিযানের পর থেকেই বিপর্যস্ত হয়ে পড়েছে ইউক্রেনের স্বাভাবিক জনজীবন। সাধারণ মানুষ যেমন জীবন বাঁচাতে ছুটছেন, তেমন সামরিক বাহিনী আর চিকিৎসা সেবা দেওয়া মানুষরা লড়ছেন দেশ ও মানুষের জীবন বাঁচাতে।
শল্য চিকিৎসক সার্জেন্ট দেরুসোভা ইনা নিকোলেভনা অন্তত ১০ সরকারি কর্মকর্তার জীবন বাঁচাতে নিজেই আত্মহুতি দিয়েছেন। সুমি শহরের এই নারী চিকিৎসক নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জীবন বাঁচানোয় তাকে ইউক্রেনের সর্বোচ্চ ব্যক্তিগত রাষ্ট্রীয় উপাধিতে ভূষিত করেছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রশাসন।
আহতদের সেবা করতে গিয়ে নিকোলেভনা রাশিয়ার সেনাদের ছোড়া গোলায় আহত হন বলে দাবি করেছেন জেলেনস্কি। তার আরও পাঁচ সহকর্মীকে ‘হিরো অব ইউক্রেন’ হিসেবে ঘোষণা করেছেন জেলেনস্কি।
সূত্র: বিবিসি
আরবিসি/১৩ মার্চ/ রোজি