• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:১৩ অপরাহ্ন

যুদ্ধ-বৈশ্বিক মন্দায় খাদ্য উৎপাদন বাড়ানোর তাগিদ

Reporter Name / ১৫১ Time View
Update : শনিবার, ১২ মার্চ, ২০২২

আরবিসি ডেস্ক : করোনা মহামারি শেষ হতে না হতেই শুরু হওয়া ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাবে বৈশ্বিক মন্দা মোকাবিলায় দেশে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১১ মার্চ) রাতে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে গত সোমবার (৭ মার্চ) সন্ধ্যায় পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে আবুধাবি আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফরকালীন আবাসস্থল থেকে ভিডিও কনফারেন্সে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা এখন চাচ্ছি আমাদের দেশ আরও এগিয়ে যাবে। করোনার সময় একটা সমস্যা সৃষ্টি হয়েছে, আপনারা জানেন এখন আবার নতুন আরেকটা সমস্যা আপনারা জানেন, একটা যুদ্ধাবস্থা সৃষ্টি হয়েছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে। সেখানে অন্যরা মদদ দিচ্ছে। এর ফলে একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ফলে বিদেশে যখন তেলের দাম বেড়ে যাচ্ছে, নানা রকম সসস্যা হচ্ছে, এসব সমস্যা আমাদের মোকাবিলা করতে হচ্ছে। তবে আমি বিশ্বাস করি এগুলো আমরা মোকাবিলা করতে পারবো। ’

প্রতি ইঞ্চি জমিতে উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে সরকার প্রধান বলেন, ‘করোনার সময় আমি আহ্বান করেছিলাম যে যা পারেন চাষ করুন। যে যা পারেন ফসল ফলান। এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে। যে কোন দুর্ঘটনা, অর্থনৈতিক মন্দা সারা বিশ্বব্যাপী, এর ফলে একটা খাদ্যের অভাব দেখা দিতে পারে সমগ্র বিশ্বে। দ্রব্যমূল্য বাড়তে পারে। কিন্তু আমরা যদি আমাদের দেশে আমাদের উৎপাদন বাড়াতে পারি। নিজেদের খাবারের ব্যবস্থা নিজেরা করতে পারি তাহলে এটা আমাদের জন্য খুব একটা সমস্যা হবে না। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যদি এভাবে করতে পারি বিশ্বব্যাপী যতই অর্থনৈতিক মন্দা আসুক, খাদ্য ঘাটতি আসুক বাংলাদেশের মানুষের কোনো কষ্ট হবে না। আমাদের সব সময় নিজের ব্যবস্থাটা রাখতে হবে। ’

সফর শেষে আগামী ১২ মার্চ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সফরকালীন আবাসস্থলে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট প্রান্তে ছিলেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আবুধাবি প্রান্তে ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা, এফবিসিআইআই সভাপতি মো. জসিম উদ্দিন।

এ সময় রাস আল খাইমার প্রান্তে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়কমন্ত্রী ইমরান আহমেদ, বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের সভাপতি তাজ উদ্দিন ও প্রধান শিক্ষক হাবিবুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মো. আবু জাফর।

এর আগে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে সংযুক্ত আরব আমিরাতের প্রাদেশিক শহর রাস আল খাইমার বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরবিসি/১২ মার্চ/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category