স্টাফ রিপোর্টার : করোনার উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক যুবক মারা গেছেন। মারা যাওয়া ওই যুবক নওগাঁ জেলার বাসিন্দা।
চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১১ মার্চ) রাতে তিনি মারা যান। এর বাইরে শনিবার (১২ মার্চ) সকাল ৯টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যুর খবর নেই।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসিইউতে একজন যুবক মারা গেছেন। তার বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে।
গত এক দিনে হাসপাতালে নতুন কোনো রোগী ভর্তি হননি। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাননি কোনো রোগী। বর্তমানে ভর্তি রয়েছেন ১১ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩ জন। সন্দেহভাজন করোনা রোগী রয়েছেন ৬ জন। আরও ২ জন ভর্তি রয়েছেন করোনা নেগেটিভ সত্ত্বেও।
এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন রাজশাহী জেলার ৫ জন। এছাড়া নওগাঁর ২ জন, নাটোরের ২ জন, পাবনার একজন এবং কুষ্টিয়ার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
এর আগে শুক্রবার রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি। একই দিনে রামেক ল্যাবে ৯৩ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা ধরা পড়েছে। করোনা ধরা পড়া ৪ জনই রাজশাহীর বাসিন্দা। জেলার ৩৬টি নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে জেলায় করোনা শনাক্তের হার ১১ দশমিক ১১ শতাংশ।
আরবিসি/১২ মার্চ/ রোজি