রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলে কোনো ছাত্রী আত্মহত্যার চেষ্টা করলে তার সিট বাতিলের ঘোষণা দিয়েছে হল প্রশাসন। শনিবার হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শর্মিষ্ঠা রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলে অবস্থানরত সব ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোনো প্রকার ঘুমের ওষুধ, নেশা জাতীয় দ্রব্য কিংবা আত্মহননের প্রচেষ্টা করলে কোনো কৈফিয়ত ছাড়াই তার আবাসিকতা বাতিল করা হবে।’
এবিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ ড. শর্মিষ্ঠা রায় বলেন, প্রতিদিন পত্রিকার পাতা উল্টালেই দেখতে পাই আত্মহত্যার খবর। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে এর প্রবণতা বেশি দেখা যায়। মূলত হলের ছাত্রীদের সচেতন করার জন্য এমন উদ্যোগ নেয়া হয়েছে।ৎ
আরবিসি/১২ মার্চ/ রোজি